Print Date & Time : 15 September 2025 Monday 9:15 am

ওরিয়ন ফার্মার সহযোগী কোম্পানির বিদ্যুৎ উৎপাদন বন্ধ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেডের দুটি সহযোগী প্রতিষ্ঠান হলো ওরিয়ন পাওয়ার ম্যানেজমেন্ট লিমিটেড ও ডাচ্-বাংলা পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেড। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সঙ্গে চুক্তি অনুযায়ী জাতীয় গ্রিডে কোম্পানি দুটি বিদ্যুৎ সরবরাহ করে থাকে। তবে গত মে মাসে বিপিডিবির সঙ্গে বিদ্যুৎ ক্রয়-চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে ওরিয়ন পাওয়ার ম্যানেজমেন্ট লিমিটেডের। ফলে ওই কোম্পানির বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। একই সঙ্গে আগামী জুলাই মাসে বিপিডিবির সঙ্গে ডাচ্-বাংলা পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডের বিদ্যুৎ ক্রয়-চুক্তির মেয়াদ শেষ হবে।

তবে সহযোগী কোম্পানি দুটির বিদ্যুৎ সরবরাহের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর জন্য ইতোমধ্যে সরকারের কাছে আবেদন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ওরিয়ন ফার্মা। আলোচিত সময়ে ইপিএস হয়েছে দুই টাকা ৮৪ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭৬ টাকা ৭৭ পয়সা।

এর আগে ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে ইপিএস হয়েছে তিন টাকা ৭৭ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭৫ টাকা ১৯ পয়সা। আর শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ছয় টাকা ১৯ পয়সা।

২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ‘এ’ ক্যাটেগরির কোম্পানি। অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ২৩৪ কোটি টাকা। রিজার্ভের পরিমাণ ৭৫৫ কোটি ২২ লাখ টাকা। কোম্পানিটির ২৩ কোটি ৪০ লাখ শেয়ার রয়েছে।