Print Date & Time : 20 July 2025 Sunday 8:04 am

ওয়াকিটকির অবৈধ আমদানি: সু চির বিরুদ্ধে রায় স্থগিত

শেয়ার বিজ ডেস্ক: ওয়াকিটকির অবৈধ আমদানি ও রাখার অপরাধে শান্তিতে নোবেল জয়ী অং সান সু চির বিরুদ্ধে রায় স্থগিত করেছে মিয়ানমারের জান্তা আদালত।

আজ সোমবার (২০ ডিসেম্বর) সু চির বিরুদ্ধে রায় ঘোষণার কথা ছিল। এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

খবরে বলা হয়েছে, ৭৬ বছর বয়সী সু চি ওয়াকিটকির অবৈধ আমদানি এবং রাখার অপরাধে সামরিক আদালতে রায় ঘোষণা দিন নির্ধারণ ছিল। হঠাৎ কি কারণে স্থগিত করা হয়েছে তা নিশ্চিত করা হয়নি। বিচারক কোনও ব্যাখ্যা ছাড়াই আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেন।

কভিড বিধি সংক্রান্ত নিয়ম ভঙ্গ এবং সামরিক বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ উসকে দেওয়ায় চলতি মাসের শুরুতে চার বছরের সাজা প্রদান করে আদালত। তবে দুই বছর মওকুফ করে রাজধানী নেপিদো-তে গৃহবন্দি অবস্থায় সাজা ভোগ করবেন বলে জানান জান্তা প্রধান মিন অং হ্লাইং।  

ওয়াকিটকির মামলায় দোষী সাব্যস্ত হলে তিন বছরের সাজার মুখোমুখি হতে পারে নোবেল বিজয়ী সু চির। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। সবগুলোর বিচারকাজ চলছে। এসব রায় সু চির বিরুদ্ধে গেলে আজীবন বন্দি থাকতে হতে পারে।

গত ১ ফেব্রুয়ারি অং সান সু চিকে গৃহবন্দি এবং ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় বসে সামরিক বাহিনী।