Print Date & Time : 30 October 2025 Thursday 1:43 am

ওয়ার্নারেরও বিপিএল শেষ!

ক্রীড়া প্রতিবেদক: প্রথমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এসে গত পরশুই নিজেকে খুঁজে পেয়েছিলেন। ব্যাট হাতে তুলে ছিলেন ঝড়। বাঁহাতি ডেভিড ওয়ার্নার কিছু সময়ের জন্য ডানহাতি বনে গিয়ে সিলেট সিক্সার্স সমর্থকদের আবার দিয়েছিলেন বাড়তি আনন্দ। কিন্তু গতকালই অস্ট্রেলিয়ার সাবেক এ সহ-অধিনায়ক তাদেরকে শুনিয়েছেন দুঃসংবাদ। কনুইয়ের চোটে পড়ে ফিরে যাচ্ছেন দেশে। তার মানে স্টিভেন স্মিথের মতো এবারের বিপিএল শেষ ওয়ার্নারেরও!
২১ জানুয়ারি দেশে ফিরবেন ওয়ার্নার। তার আগে অবশ্য এ বাঁহাতি চোটকে সঙ্গী করেই সিলেট সিক্সার্সের জার্সিতে আরও দুটি ম্যাচে মাঠে নামবেন। এমনটাই জানিয়েছেন অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টস। যদিও এ ব্যাপারে চায়ের শহরের দলটি থেকে এখনও কিছু জানা জায়নি। তবে দলটির মিডিয়া ম্যানেজার তামজিদুল ইসলাম জানিয়েছেন, ‘ওয়ার্নারের চোট নিয়ে সিলেটের টিম ম্যানেজম্যান্ট সতর্ক। এ অজি তারকা ব্যাটসম্যান সিলেটে বাকি ম্যাচগুলোতেও খেলবেন। এ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগও রাখছে ম্যানেজম্যান্ট।’
এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ানস অধিনায়ক স্টিভেন স্মিথও কনুইয়ের চোটে পড়েছিলেন। যে কারণে সাবেক বিপিএল চ্যাম্পিয়নদের হয়ে খেলতে পারেননি তিনি। ফিরেছেন দেশে। ঠিক সে পথেই এবার হাঁটছেন ওয়ার্নারও!
চলতি বিপিএলে শুরুর দিকে নিজেকে ঠিক মানিয়ে নিতে পারেননি ওয়ার্নার। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এ বাঁহাতি নিজেকে ফিরে পান। ব্যাটে তুলেন ঝড়। সে ধারাবাহিকতা গত পরশু রংপুর রাইডার্সের বিপক্ষেও ধরে রাখেন। খেলেন ৩৬ বলে ৬১ রানের ক্যামিও ইনিংস। দলকেও জেতাতে তিনি দেন সামনে থেকে নেতৃত্ব। কিন্তু একদিন পরই দলটি পায় দুঃসংবাদ। তার মানে সিলেটেই শেষ হচ্ছে ওয়ার্নারের বিপিএল!
শেষ পর্যন্ত যদি ওয়ার্নার দেশে ফিরে যান তাহলে সিলেটে তার বিকল্প কে? এ ব্যাপারে দলটির তরফ থেকে এখনও কিছুই জানা জায়নি। তবে ইংলিশ কাউন্টি দল সারে তাদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে, বিপিএল খেলতে বাংলাদেশে যাচ্ছেন জ্যাসন রয়। সেখানে বলা হয়েছে, ‘সিলেট সিক্সার্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে এ বছরের বাকি ম্যাচগুলো খেলবেন জ্যাসন রয়। বৃহস্পতিবার লন্ডন থেকে উড়াল দেবেন তিনি, গ্রুপপর্বে এখনও সাত ম্যাচ বাকি যা শেষ হবে ১ ফেব্রুয়ারি। টুর্নামেন্টটির ফাইনাল ৮ ফেব্রুয়ারি।’