ওয়ালমার্ট ও গুগল গ্রাহকদের আমাজনে কেনাকাটা

শেয়ার বিজ ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট ও সার্চইঞ্জিন গুগল গতকাল বুধবার ঘোষণা দিয়েছে, অনলাইনে তাদের গ্রাহকরা আমাজনের মাধ্যমে পন্যের ক্রয়াদেশ দিতে পারবেন। এজন্য আমাজনের সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করছে উভয় প্রতিষ্ঠান। আর চুক্তির ফলে ওয়ালমার্টের পণ্যগুলো গুগল এক্সপ্রেস অ্যাপ ব্যবহারের মাধ্যমে আমাজনের সুপারমার্কেট চেইন হোল ফুড থেকে সরবরাহ করবে। খবর এএফপি।

ওয়ালমার্টের প্রধান নির্বাহী মার্ক লোর বলেন, আগামী সেপ্টেম্বরের শেষ থেকে আমরা গুগলের সঙ্গে কাজ করবো। তিনি বলেন, গুগলের সহায়ক টুলস ব্যবহার করে আমরা হাজার হাজার আইটেম পণ্য অনলাইন শপিং বিক্রি করবো। যদিও এর আগেই ওয়ালমার্ট গুগল এক্সপ্রেসের সঙ্গে একীভূত হয়ে গেছে।

গুগলের পক্ষ থেকে বলা হয়, আপনি যদি ওয়ালমার্টের গ্রাহক হয়ে থাকেন, তবে আপনাকে গুগল অ্যাকাউন্টে ওয়ালমার্ট লিংকে প্রবেশ করে পণ্যের অর্ডার দিতে হবে।

যুক্তরাষ্ট্রের বড় অনলাইন সাইট ওয়ালমার্ট। যুক্তরাষ্ট্রে এদের সাড়ে চার হাজারের ওপরে স্টোর রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রায় ৯০ শতাংশ মানুষ ওয়ালমার্টের মাধ্যমে কেনাকাটা করে। কিন্তু এটি আমাজনের থেকে পিছিয়ে রয়েছে। কারণ আমাজন হোল ফুড মার্কেট চেইন দখল করে আছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় এক দশমিক আট শতাংশ বেড়েছে। আর দুই দশমিক এক শতাংশ রাজস্ব বেড়ে ১২৩ দশমিক চার বিলিয়ন ডলার হয়েছে। কিন্তু নিট আয় ২৩ দশমিক দুই শতাংশ কমে দুই দশমিক ৯ বিলিয়ন হয়েছে।

এক সমীক্ষায় দেখা যায়, যুক্তরাষ্ট্রের অনলাইন শপিংয়ে আমাজন দ্বিতীয় প্রান্তিকে ৩৮  শতাংশ দখল করে আছে।