শোবিজ ডেস্ক : তরুণ নির্মাতা রায়হান রাফী ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন। নাম ‘সুড়ঙ্গ মাসুদ’। এটি থ্রিলারধর্মী গল্পের ওয়েব সিরিজ। সিরিজটি সম্পূর্ণ সিনেমার মতো করে নির্মিত হবে। তিনি সিনেমা পোড়ামন ২ ও দহন নির্মাণ করে আলোচনায় আসেন। অন্যান্য দেশের মতো বাংলাদেশের দর্শকও ওয়েব সিরিজের সঙ্গে পরিচিত হচ্ছেন। শহুরে দর্শকের কাছে এরই মধ্যে পরিচিত নাম ওয়েব সিরিজ। তাই নির্মাতারা এদিকে ঝুঁকছেন। দেশের বেশ কয়েকজন গুণী নির্মাতা ওয়েব সিরিজ নির্মাণ করে নতুন করে আলোচনায় এসেছেন।
এ সম্পর্কে নির্মাতা রাফী বলেন, এ ওয়েব সিরিজটি দেখে দর্শক সিনেমার মতো আনন্দ পাবেন। দর্শকের আনন্দ যেন বৃথা না যায়, সে চেষ্টাই করব। এ ওয়েব সিরিজটিতে ব্যয় হবে প্রায় ৫০ লাখ টাকা। প্রসঙ্গত, এটি ভাগ্যবঞ্চিত এক ব্যক্তির ভয়ংকর একটি সিদ্ধান্ত নেওয়ার গল্পই ‘সুড়ঙ্গ মাসুদ’। চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা। পুরান ঢাকা, ময়মনসিংহ ও গাজীপুরের বিভিন্ন এলাকায় এর শুটিং হবে। এতে কে কে অভিনয় করবেন এখনই কিছু বলতে চাচ্ছেন না তিনি। তিনি বলেন, ২ জুলাই শুটিং শুরু করব। তখনই শিল্পীদের নাম জানাব। ভারতে হবে এর পোস্ট প্রোডাকশনের কাজ। আগামী ঈদুল আজহায় ১২ পর্বের এ ওয়েব সিরিজটি প্রকাশ করা হবে সিনেস্পট অ্যাপে।