নিজস্ব প্রতিবেদক: ওয়েলস-বাংলাদেশ চেম্বার অব কমার্সের ব্যবসায়ীদের এদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সফররত ওয়েলস-বাংলাদেশ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান দিলাবর এ হোসেনের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল রাজধানীতে ডিসিসিআই সভাপতি আবুল কাসেম খানের সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানান।
ওয়েলসের উদ্যোক্তাদের বাংলাদেশে সড়ক যোগাযোগ, পর্যটন অবকাঠামো উন্নয়ন, হোটেল, কৃষিভিত্তিক শিল্প, হাসপাতাল, খাদ্য, শাকসবজি ও ফলমূল প্রক্রিয়াকরণ, ইলেকট্রনিক্স, লাইট ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, তৈরি পোশাক, চামড়া, জাহাজ নির্মাণ, তথ্যপ্রযুক্তি, ক্ষুদ্র বিদ্যুৎকেন্দ্র প্রভৃতি খাতে বিনিয়োগের আহ্বান জানান ডিসিসিআই সভাপতি। তিনি বাংলাদেশ ও ওয়েলসের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে বাণিজ্যবিষয়ক কার্যক্রম বাড়ানোর প্রস্তাব করেন।
তিনি বলেন, বাংলাদেশ সরকার প্রদত্ত বিদেশি বিনিয়োগকারীদের জন্য ঘোষিত আকর্ষণীয় প্যাকেজ গ্রহণ করে এ দেশে বিনিয়োগের আহ্বান জানান।
ওয়েলস-বাংলাদেশ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান দিলাবর এ হোসেন বলেন, বাংলাদেশের উদ্যোক্তারা ব্যবসা পরিচালনায় উন্নতি করেছেন এবং তাদের এ সাফল্যগুলো ওয়েলস উদ্যোক্তাদের কাছে উপস্থাপন করা প্রয়োজন। তিনি ওয়েলসে বাংলাদেশি উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ঢাকা চেম্বারের পক্ষ থেকে প্রতিনিধিদল প্রেরণেরও আহ্বান জানান। তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
তিনি জানান, ২০১৮ সালে ওয়েলস চেম্বার ‘ট্রেড এক্সপো ওয়েলস’ আয়োজন করবে, যেখানে হস্তশিল্প, পর্যটন, তথ্যপ্রযুক্তি এবং ম্যানুফ্যাকচারিং খাতের উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, ওয়েলসের স্বয়ংক্রিয় মোটরযান খাতের উদ্যোক্তারা বাংলাদেশে অটোমোটিভ খাতে ডায়াগনস্টিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে অত্যন্ত আগ্রহী।
ডিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি হোসেন এ সিকদার, পরিচালক ইমরান আহমেদ, খন্দকার আতিক-ই-রাব্বানী, কেএমএন মঞ্জুরুল হক, খ. রাশেদুল আহসান, মামুন আকবর, মো. আলাউদ্দিন মালিক, ঢাকা চেম্বারের মহাসচিব এএইচএম রেজাউল কবির এবং ওয়েলস চেম্বারের মহাসচিব মাহবুব নূর ও প্রতিনিধিদলের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।