Print Date & Time : 2 September 2025 Tuesday 11:36 am

ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে মূল পর্বে আয়ারল্যান্ড

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেল দুই বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। জিতলে সুপার টুয়েলভ, হারলে বিদায়- গ্রুপ পর্বের এমন বাঁচা-মরার ম্যাচে ক্যারিবীয়দের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সুপার টুয়েলভে জায়গা করে নিল আয়ারল্যান্ড।

শুক্রবার হোবার্টে টস জিতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। স্কটল্যান্ডের বিপক্ষে হেরে আসর শুরু করা দলটি মাঝারি সংগ্রহ তোলে। চারে নামা ব্রেন্ডন কিং ৪৮ বলে ছয়টি চার ও এক ছক্কায় ৬২ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৪৬ রান তোলে দলটি। এছাড়া ওপেনার জনসন চার্লস ১৮ বলে ২৪ রান করেন। তিনে নেমে এভিন লুইস ১৮ বল খেলে ১৩ রান করতে পারেন। অধিনায়ক পুরান ১৩ ও ওডেন স্মিথ ১৯ রান যোগ করেন।

বোলিংয়ে আইরিশদের পক্ষে ডেলানি ৩ উইকেট নেন। এ ছাড়া সিমি সিং ও ব্যারি ম্যাকার্থির শিকার ১টি করে উইকেট।

ক্যারিবীয়দের দেওয়া ১৪৭ রানের লক্ষ্যে আইরিশরা পৌঁছে যায় ১৫ বল হাতে রেখেই। ওপেনার পল স্টারলিং ৪৮ বলে ৬৬ রানের হার না মানা ইনিংস খেলেন। লরকান টাকার অপরাজিত থাকেন ৩৫ বলে ৪৫ রানে। অধিনায়ক অ্যান্ডি বালবিরনি ২৩ বলে ৩৭ রান করেছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একমাত্র উইকেটটি নেন আকিল হোসেন। ম্যাচসেরার পুরস্কার জেতেন গ্যারেথ ডেলানি।