Print Date & Time : 28 August 2025 Thursday 10:25 pm

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ্ ব্যাংকের শাখা উদ্বোধন

কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ২০৯তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল ব্যাংকের চেয়ারম্যান সেলিম রহমান প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আহামেদুল হক। ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কোর্টবাজার দোকান মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম বাবুল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আবুল মনসুর চৌধুরী। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজমসহ অন্য অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি