Print Date & Time : 28 August 2025 Thursday 11:02 pm

কক্সবাজারে ‘আঁরা রোহিঙ্গা‘ নামে চিত্র প্রদর্শনী চলছে

প্রতিনিধি, কক্সবাজার : ‘আঁরা রোহিঙ্গা‘ শিরোনামে ১৪ দিন ব্যাপী চিত্র প্রদর্শনী চলছে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) শুরু হওয়া চিত্র প্রদর্শনীটি জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর ও কক্সবাজার আর্ট ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়। এই আয়োজন চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত । এছাড়াও চিত্র প্রদর্শনী প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রদর্শনীতে ৬০ টি ছবি স্থান পেয়েছে তারমধ্যে ৫০ টি রোহিঙ্গা জনজীবনের অন্য এবং ১০ টি মুক্তিযুদ্ধ বিষয়ক। বিশেষ করে ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকালীন শরণার্থী ও মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীদের যাপিত জীবনের প্রতিচ্ছবি।

জানা যায়, কক্সবাজারে অবস্থিত শরণার্থী শিবিরের ১০ জন মেধাবী রোহিঙ্গা আলোকচিত্রী তাদের সামষ্টিক কর্ম ও কুশলতা এই প্রদর্শনীর মধ্য দিয়ে উপস্থাপন করেছেন। প্রদর্শনীতে একটি শরণার্থী সম্প্রদায়ের দৈনন্দিন জীবনের দৃশ্যগুলো তুলে ধরে রোহিঙ্গাদের আত্মপরিচয় ঘিরে প্রদর্শনীটি আবর্তিত হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের স্মৃতি, তাঁদের প্রত্যাশা, বিশ্বাস, সৌন্দর্য, কর্মযজ্ঞ, বেদনা এবং ভালোবাসার সমুজ্জ্বল অনুভূতিসমূহ মেলে ধরে এ যৌথ আয়োজনটি রোহিঙ্গা জনগোষ্ঠীর সামর্থ্য, সহনশীলতা ও ঘুরে দাঁড়ানোর শক্তিকে শ্রদ্ধা জানায়।

এদিকে প্রদর্শীন উদ্বোধন করেন শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ্ রেজওয়ান হায়াত। সুচনা বক্তব্য রাখেন কক্সবাজার আর্ট ক্লাবের সভাপতি তানভীর সরওয়ার রানা।

প্রদর্শনীতে আসা ইউএনএইচসিআর-এর বাংলাদেশ প্রতিনিধি জোহানস ভ্যান ডার ক্লোও বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশিরা যারা উদ্বাস্তু ছিল তারা স্ব-দেশে ফিরে আসতে পেরেছিলো এবং পৃথিবীর বুকে একটি স্বাধীন রাষ্ট্র তৈরি করতে সক্ষম হয়েছিলেন। ঠিক তেমনিভাবে রোহিঙ্গারা ও যেনো তাদের দেশে ফিরে যেতে পারে, সে প্রত্যাশা করেন তিনি।