Print Date & Time : 28 August 2025 Thursday 7:33 am

কক্সবাজারে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের মহেশখালীতে বিদ্যুৎ চালিত ইজিবাইক চাপায় মারুফ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর ২টায় মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সাইরার ডেইল গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু মারুফ ওই গ্রামের আলতাফ মিয়ার সন্তান ও দক্ষিণ সাইরার ডেইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু মারুফ রাস্তার পাশে দাড়িয়েছিল। ওই সময় বেপরোয়া গতির একটি ইজিবাইক সড়ক থেকে ছিটকে রাস্তার পাশে দাড়ানো শিশু মারুফকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। ঘটনার পরপরই ঘাতক টমটম চালককে আটক করে জনতা।

এই বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী জানান, ইজিবাইক সহ চালক আটক আছে। এই বিষয়ে পরবর্তী আইনী প্রক্রিয়া চলছে।