Print Date & Time : 28 August 2025 Thursday 2:57 am

কক্সবাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের মহেশখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কার এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়া প্রধান সড়কে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আলহাজ্ব মোঃ মুজিবুল হক (৭৫)। তিনি ছনখোলা পাড়া গ্রামের মৃত মৌঃ শফিকুর রহমানের পুত্র।

হাসপাতাল সূত্রে জানা যায়- সকল ৯টায় স্বজনরা বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক পর্যবেক্ষনের পর তাকে মৃত ঘোষণা করেন। মৃতের মাথার বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের ছেলে মোস্তফা কামাল জানিয়েছে- সকালে চায়ের দোকান থেকে চা খেয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির কাভার্ড ভ্যান তার বাবাকে ধাক্কা দেয়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মীর আবদুর রাজ্জাক জানান- লাশের সুরতহালের পর স্বজনদেন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।