Print Date & Time : 28 August 2025 Thursday 5:26 am

কক্সবাজারে গলায় শেকলবন্দী মুদি দোকানি ‘শিশু’

প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের মহেশখালীতে এক মুদির দোকানে গলায় শেকল দিয়ে বেঁধে আটকে রাখা হয়েছে এক শিশুকে। ওই অবস্থায় শিশুটি দোকানের মালামাল বিক্রি করছে। শুধুমাত্র শেকলের পরিধি অনুযায়ী হাঁটা-চলা করতে পারে সে।

১১ নভেম্বর (শুক্রবার) দুপুর ২ টায় উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের রাস্তার মাথা বাজারের এক মুদির দোকানে এমন অমানবিক দৃশ্যটি চোখে পড়ে।

ওমর ফারুক নামের ওই এলাকার এক যুবক জানান, শিশুটির পিতার নাম সোনামিয়া। তিনি এই দোকানের মালিক। ছোটবেলায় শিশুটির মা মারা যান। তারপর থেকে এই বাড়ি ওই বাড়ি করেই বড় হতে থাকে সে। তিনি আরো জানান, শিশুটি তাকে জানিয়েছে তার পিতা শিশুটিকে পড়াশোনা করতে দিচ্ছে না। জোর করে দোকানে বসতে বলে। সে বসতে না চাইলে, তাকে শেকল দিয়ে বেঁধে দোকানের মালামাল বিক্রির কাজে লাগিয়েছে তার পিতা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিনকে জানানো হলে তিনি দ্রুত শিশুটিকে উদ্ধারে ওই এলাকার ইউপি সদস্যকে নির্দেশ দেন। নির্দেশ পেয়ে ইউপি সদস্য নুরুল ইসলাম পুলিশসহ গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। এসময় ইউএনও বলেন, এট নিঃসন্দেহে এটি নিন্দনীয় কাজ। কেন ছেলেটিকে বেঁধে রাখা হয়েছে সেই বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।’