Print Date & Time : 5 August 2025 Tuesday 2:20 am

কক্সবাজারে ট্রলার থেকে ১০ মরদেহ উদ্ধার

প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের নাজিরারটেকের উপকূলে ভেসে আসা একটি ট্রলার থেকে ১০ জনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ এপ্রিল) দুপুরে মরদেহগুলো উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

ওসি জানান, ট্রলারটি এখনো সাগরে অর্ধনিমজ্জিত অবস্থায় রয়েছে। আমাদের টিম সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।