Print Date & Time : 30 August 2025 Saturday 5:54 am

কক্সবাজারে দুর্বৃত্তের কোপে হত্যা মামলার আসামি খুন

প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের রামুতে হাবিব উল্লাহ (২৫) নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৭টার দিকে কাউয়ারখোপ ইউনিয়নের কাঁনা রাজার গুহার সামনে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত হাবিব উল্লাহ রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা লামারপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক জানান, নিহত হাবিব উল্লাহর মাথা, পেট, বুকসহ বিভিন্ন স্থানে ৬টি ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে হয়েছে মনে হচ্ছে। তবে কি কারণে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।।

স্থানীয় একটি সূত্রে জানা গেছে, নিহত হাবিব উল্লাহ ২০১৮ সালে সংগঠিত একটি হত্যা মামলার আসামি ছিলেন। এ মামলায় ২ মাস কারাভোগ শেষে গত ২৩ ফেব্রুয়ারি, বৃহষ্পতিবার জামিনে মুক্তি পান তিনি।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হোসাইন জানিয়েছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, এতে কোন সন্দেহ নেই। নির্মমভাবে কুপিয়ে এ যুবককে হত্যা করা হয়েছে। কারা এ হত্যাকাণ্ডে জড়িত, তা উদঘাটনে পুলিশ কাজ করছে।

তিনি আরও জানান, মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে।