Print Date & Time : 14 September 2025 Sunday 2:28 am

কক্সবাজারে ‘বিবেকের তাড়নায়’ ছাত্রলীগ নেতার পদত্যাগ

প্রতিনিধি, কক্সবাজার : কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ ও হামলার ঘটনায় সারা দেশে আ. লীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের হিড়িক পড়েছে।

এর ধারাবাহিকতায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করেছেন কক্সবাজার মেডিকেল কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আবিদ।

ফেসবুকে দেওয়া ওই স্ট্যাটাসে শাহরিয়ার আবিদ মাহি লেখেন, আমি, শাহরিয়া আবিদ মাহি, সাংগঠনিক সম্পাদক, কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগ থেকে পদত্যাগ করছি। বিবেকের চেয়ে বড় কিছু এই দুনিয়াতে নাই, ধন্যবাদ সবাইকে।

এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি মঈন উদ্দিন বলেন, বিষয়টি আমি এখনো শুনিনি। খোঁজ নিয়ে জানাতে পারব।