Print Date & Time : 8 September 2025 Monday 12:07 am

কক্সবাজারে ব্যাডমিন্টন খেলায় তর্কাতর্কি, ছুরিকাঘাতে দুইভাই খুন

প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজার শহরের বাস-টার্মিনাল এলাকায় ব্যাডমিন্টন খেলায় সিনিয়র-জুনিয়রে তর্কাতর্কির জেরে ছুরিকাঘাতে দুই ভাই নিহত হয়েছে। সোমবার (১৬ জানুয়ারী) রাত সাড়ে ১১ টার দিকে বাস-টার্মিনাল এলাকার পূর্ব লারপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লারপাড়া এলাকার মনু ড্রাইভারের ছেলে মোহাম্মদ কায়সার (৩৫) নুরুল হুদার ছেলে মোহাম্মদ সায়দুল (৩৩)। কায়সার গ্রীণ লাইন কাউন্টারের নিরাপত্তারক্ষী ও সায়দুল পেশায় কাঠমিস্ত্রী। তারা সম্পর্কে চাচাতো-জ্যেঠতুত ভাই।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

নিহতদের বন্ধুরা জানিয়েছেন, লারপাড়ায় প্রতিদিন সন্ধ্যার পর থেকে ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়। সেখানে নিহত কায়সার ও সায়দুলের সাথে এলাকার অপর ছেলেদের ঝামেলার কারণে খেলা বন্ধ করতে হয়। এই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই পাড়ার আতিককে চড়-থাপ্পর মারে কায়সার ও সায়দুল। এরপর আতিক চলে যায়। কিছুক্ষণ পর আতিক, তার ভাই কামাল ও জয়নাল এসে কায়সার ও সায়দুলদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে গুরুতর জখম হয়।

দ্রুত হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান।

ঘটনার পরদিন মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরে কক্সবাজার সদরের খুরুশকুল এলাকা থেকে ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন— ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়ার আবদু খলিলের ছেলে জয়নাল আবেদীন (২৮) ও কামাল উদ্দিন (২৫)।

তারা ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা। তাদের কাছ থেকে খুনে ব্যবহৃত একটি চাকু এবং লোহার রড উদ্ধার করে পুলিশ।

এদিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশিকুর রহমান জানিয়েছেন, মরদেহ দুটি ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষ করে বেলা তিনটার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।