Print Date & Time : 7 September 2025 Sunday 3:59 am

কক্সবাজারে মাদক ও জয়পুরহাটে হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

শেয়ার বিজ ডেস্ক: কক্সবাজারে মাদক মামলায় তিন জনের ও জয়পুরহাটে হত্যা মামলায় ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার এ রায় প্রদান করা হয়। 

কক্সবাজার: কক্সবাজারে ১৪ লাখ ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলায় তিন মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। মামলায় বয়স ও মেধা বিবেচনায় আসামি শেখ আবদুল্লাহকে খালাস দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার কক্সবাজার জেলা ও দায়রা জজ মো. ইসমাইল এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেনÑকক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকার নজরুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম প্রকাশ ফারুক (৩৭)। তিনি ইয়াবা বহনকারী ট্রলার মালিক। তার শ্বশুর আবুল কালাম (৫৫) এবং মোজাফফরের ছেলে মোহাম্মদ বাবু (৫৫)। খালাস পেয়েছেন আসামি শেখ আবদুল্লাহ (১৯)। তিনি মামলায় সাজাপ্রাপ্ত আবুল কালামের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী দিলীপ কুমার ধর জানিয়েছেন, মামলাটি চার্জ গঠনের মাত্র ৫২ দিন পর বিচারের সব ধাপ সম্পন্ন করে বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে কক্সবাজারের ডিবি পুলিশের (গোয়েন্দা বিভাগ) একটি দল কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী-খুরশকুল সংযোগ সেতুর উত্তরে ভারুয়াখালী খাল থেকে একটি কাঠের তৈরি বোট আটক করে। বোট থেকে জহুরুল ইসলাম প্রকাশ ফারুক ও নুরুল আমিন প্রকাশ বাবুকে গ্রেপ্তার করা হয় এবং রোহিঙ্গা সৈয়দ আলম পালিয়ে যায়। ধৃত আসামিদের দেখানো মতে, ওই বোট তল্লাশি করে ৪২ কোটি টাকা মূল্যের ১৪ লাখ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আসামিদ্বয়ের স্বীকারোক্তি মতে, একইদিন বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে কক্সবাজার শহরের উত্তর নুনিয়া ছড়ার আসামি জহুরুল ইসলাম প্রকাশ ফারুক ও তার আত্মীয়ের বাড়ি থেকে ইয়াবা বিক্রির ২টি বস্তাভর্তি নগদ ১ কোটি ৭০ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা

উদ্ধার করা হয়। সেখান থেকে আসামি আবুল কালাম এবং আবুল কালামের ছেলে শেখ আবদুল্লাহকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় কক্সবাজারের ডিবি পুলিশের (গোয়েন্দা বিভাগ) ওসি শেখ মোহাম্মদ আলী বাদী হয়ে কক্সবাজার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জহুরুল ইসলাম প্রকাশ ফারুক, নুরুল আমিন প্রকাশ বাবু, আবুল কালাম ও শেখ আবদুল্লাহ এবং অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) কক্সবাজার সদর থানার এসআই এস.এম শাকিল হাসান ২০২২ সালের ১২ ডিসেম্বর ৩২ জনকে সাক্ষী করে আমলি আদালতে মামলাটির চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। আদালতে চার্জশিট দাখিলের পর চলতি বছরের ২২ জানুয়ারি মামলাটি বিচারের জন্য কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে চার্জ গঠন (অভিযোগ) করা হয়।

জয়পুরহাট: জয়পুরহাটে হত্যা মামলায় স্বামী-স্ত্রী ও তিন ছেলেসহ ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে অতিরিক্তি জেলা ও দায়রা জজ নুরুল

ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার দেবরাইল এলাকার আহাম্মদ আলী, তার স্ত্রী মিনা বেগম, তাদের তিন ছেলে আলতাব হোসেন, মোন্তাজ আলী, এন্তাজ আলী ও একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে আনোয়ার হোসেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১১ এপ্রিল সদর উপজেলার দেবরাইল গ্রামের রশিদ পরিবারের লোকজন নিয়ে তাদের সাংসারিক বিষয়ে আলাপ আলোচনা করছিলেন। এ সময় পূর্বশত্রুতার জের ধরে আসামিরা একজোট হয়ে বাদীর পরিবারকে কোদাল, লোহার রড, শাবল লাঠি দিয়ে মারপিট করে। এ সময় রশিদের অবস্থা গুরুতর হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় ১৭ এপ্রিল নিহতের ছেলে মিজানুর রহমান সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত গতকাল এ রায় দেন।