শেয়ার বিজ ডেস্ক: পর্যটন নগরী কক্সবাজারেআরও আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে নতুন একটি ব্রাঞ্চ উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। কলাতলী এই ব্রাঞ্চটি কক্সবাজার শহরেব্র্যাক ব্যাংকের দ্বিতীয় ব্রাঞ্চ। কক্সবাজার শহরে দুটি ব্রাঞ্চ চালু হওয়ার ফলে গ্রাহকরা এখন আরও বড় পরিসরে ব্র্যাক ব্যাংকের ব্যাংকিং সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।
দেশী ও বিদেশী পর্যটক এবং ভ্রমণপিপাসু মানুষদের পছন্দের শীর্ষস্থানে রয়েছে কক্সবাজার। এর শহর ওআশপাশের পাঁচ শতাধিক হোটেল-মোটেল, রিসোর্ট, গেস্ট হাউস ও কটেজে ১ লাখ ৭০ হাজার পর্যটকের জন্য রাত্রিযাপনের ব্যবস্থা রয়েছে। বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নগরীতে আরেকটি ব্রাঞ্চ উদ্বোধনের ফলে ব্র্যাক ব্যাংক আরও বেশি গ্রাহকদের কাছে ব্যাংকিং সেবা নিয়ে পৌঁছেযেতে পারবে। দেশের মানুষের কাছে সর্বোত্তম ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এটি ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।
গত ৬ ফেব্রুয়ারি ২০২৫ ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান এবং ম্যানেজিং ডিরেক্টরঅ্যান্ডসিইও সেলিম রেজা ফরহাদ হোসেন কলাতলী ব্রাঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই সময় উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, সিনিয়র জোনাল হেড (নর্থ) এ. কে. এম. তারেক, সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুন, চট্টগ্রাম অঞ্চলের রিজিওনাল হেড জামশেদ আহমেদ চৌধুরী এবং ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের অন্যান্য কর্মকর্তারা।
কলাতলী ব্রাঞ্চের উদ্বোধন প্রসঙ্গে সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “দেশের প্রতিটিএলাকার গ্রাহকের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার কৌশলগত পদক্ষেপের অংশ হিসেবে আমরা সারাদেশে আমাদের ব্রাঞ্চ নেটওয়ার্ক সম্প্রসারণ অব্যাহত রেখেছি। বড় পরিসর এবং ডিজিটাল ব্যাংকিং-সক্ষম ব্রাঞ্চ নেটওয়ার্কের মাধ্যমেআমরা দেশের প্রতিটি কোণায় গ্রাহকদের জন্য সর্বাধুনিক এবং স্বাচ্ছন্দ্যময় ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই।”
উল্লেখ্য, ১৮৯টি ব্রাঞ্চ, ৭৪টি সাব-ব্রাঞ্চ, ৩৩০টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস এবং ১,১১৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেট নিয়ে বর্তমানেব্র্যাক ব্যাংক বাংলাদেশের অন্যতম বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্ক-সমৃদ্ধ ব্যাংক।
ব্র্যাক ব্যাংক পিএলসি:
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক পিএলসি. ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ১৮৯টি শাখা, ৭৪টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, ১,১১৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৮ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। আঠারো লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২৩ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।