কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুজন। গতকাল সকাল ১০টায় টেকনাফ সড়কের দরগার ছড়া-সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নয়াপাড়ার বাসিন্দা অটোরিকশা চালক মোহাম্মদ সাদেক (২৮) ও জালিয়াপাড়ার বাসিন্দা মাহফুজা বেগম (২৫)। আহত ব্যক্তিদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, টেকনাফগামী আন্তর্জাতিক সংস্থা ডব্লিউএফপির নিজস্ব পিকআপ ভ্যানের সঙ্গে টেকনাফের মিঠাপানির ছড়া স্থানে কক্সবাজারগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে চালকসহ গাড়িটির এক নারী যাত্রী নিহত এবং দুজন আহত হন।