Print Date & Time : 7 July 2025 Monday 6:21 pm

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় সিনেমা-ফটোগ্রাফার নিহত

প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় সিনেমা-ফটোগ্রাফার জাহিদ হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়াছড়ায় দুর্ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, ঢাকা থেকে মোটরসাইকেলে করে কক্সবাজারে আসার পথে চকরিয়ায় দুর্ঘটনায় পড়ে গুরুতর আহত হন জাহিদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার জানিয়েছেন, জাহিদ হোসেনের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিহতের স্বজনরা জানান, শোবিজে নাটকের চিত্রগ্রাহক হিসেবে কাজ করতেন জাহিদ। ‘ভালোবাসার কারাগার’, ‘পেয়িং ঘোস্ট’, ‘লিলুয়া’, ‘দ্য লাস্ট হোপ’সহ বেশ কিছু প্রোডাকশনে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন তিনি।