Print Date & Time : 7 July 2025 Monday 5:46 am

কক্সবাজারে ৪৬তম ইন্দো প্যাসিফিক আর্মিজ ম্যানেজমেন্ট সেমিনার চলছে

প্রতিনিধি, কক্সবাজার : শক্তিশালী শান্তিরক্ষা, নারীর ক্ষমতায়ন এবং আঞ্চলিক সহযোগিতায় ভূমিশক্তি বিষয়ে কক্সবাজারে ২৪টি দেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের অংশগ্রহণে ৪৬তম ইন্দো প্যাসিফিক আর্মিজ ম্যানেজমেন্ট সেমিনার চলছে। এতে কয়েকটি দেশের সেনাপ্রধানও উপস্থিত আছেন।

আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ সেনাবাহিনী এবং ইউএস আর্মি প্যাসিফিকের যৌথ আয়োজনে কক্সবাজারের ইনানির একটি অভিজাত হোটেলে শুরু হয়েছে এ সেমিনার।

জানা গেছে, আইপিএএমএসের উদ্দেশ্য পারস্পরিক বোঝাপড়া, সংলাপ এবং বন্ধুত্বের মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা। বাংলাদেশে তৃতীয়বারের মতো এ আয়োজন হচ্ছে। এর আগে ১৯৯৩ এবং ২০১৪ সালে এ ইভেন্টের সহ-আয়োজক ছিল বাংলাদেশ।

এদিকে সেমিনার শেষে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদসহ কয়েকটি দেশের সেনাপ্রধান ও কর্মকর্তারা রোহিঙ্গা শিবির পরিদর্শনের কথা জানা গেছে।