প্রতিনিধি, কক্সবাজার: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের সঙ্গে ধাক্কা লেগে দুই গরুর মৃত্যুর পর ব্যাপক সমালোচনার মধ্যেই বিমানবন্দরে সাংবাদিকদের ঢুকতে বাধা দিয়েছেন কক্সবাজার বিমানবন্দরে দায়িত্বরত আনসার সদস্যরা।
গত শুক্রবার দুপুরে বিমানবন্দরের নুনিয়াছড়ার দিকে কাঁটাতারের বেড়ার একটি অংশ ভেঙে গেছে। নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের সামনেই রানওয়ের দিকে ছুটছেন মানুষ। রানওয়ের পাশে ঘাস খাচ্ছে গরু-ছাগল।
গণমাধ্যমকর্মী দেখে তাড়াহুড়া করে মানুষ ও গরু-ছাগল সরানোর চেষ্টা করেন আনসার সদস্যরা। হৃদয় নামের এক আনসার সদস্য বলেন, ‘আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন না। আপনাদের প্রবেশে নিষেধ আছে।’
কর্মকর্তাদের অনুমতি ছাড়া প্রবেশে নিষেধ রয়েছে বলে জানান তিনি।