কঙ্গোয় ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৬১

শেয়ার বিজ ডেস্ক: ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬১ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আহতের সংখ্যা ৫২। খবর: ভয়েস অব আমেরিকা।

কঙ্গোর রাষ্ট্রীয় ট্রেন কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে ভয়েস অব আমেরিকা জানায়, গত অক্টোবরে একই প্রদেশের মুতশাতশা অঞ্চলের কেনজেনজে শহরে ট্রেন দুর্ঘটনায় ৯ জন নিহত হন।

প্রাদেশিক গভর্নর ফিফি মাসুকা জানান, ৬০ জনের প্রাণহানি হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দুর্ঘটনায় ট্রেনের কয়েকটি বগি খাদে পড়ে যায়। অনেকে সেখানে আটকা পড়েন। এখনও অনেকে সেখানে আটকা রয়েছেন।

রাষ্ট্রীয় ট্রেন কর্তৃপক্ষের পরিকাঠামোর পরিচালক মার্ক ম্যানয়োঙ্গা বলেন, পণ্যবাহী ট্রেনটি ১৫টি ওয়াগন দিয়ে তৈরি, যার মধ্যে ১২টি খালি ছিল। ট্রেনটি লুয়েন থেকে কোলজেয়ির কাছাকাছি টেনকে শহরের দিকে যাচ্ছিল। এখানে অনেক গিরিখাত রয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বুয়োফওয়ে গ্রামের দিকে লাইনচ্যুত হয়। ১৫টি ওয়াগনের মধ্যে ৭টি খাদে পড়ে যায়।

তিনি আরও বলেন, সোমবারের (আজ) মধ্যে লাইন স্বাভাবিক করতে কঠোর পরিশ্রম করছে আমাদের টিম। তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা কেউ জানাতে পারেননি।

কঙ্গোয় প্রায়ই ট্রেন দুর্ঘটনা ঘটে। ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী ও পণ্য বহনসহ লাইনে ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটে। তাছাড়া যাত্রীবাহী ট্রেনের অভাব রয়েছে মধ্য আফ্রিকার এই দেশটিতে, সড়কব্যবস্থাও নাজুক। তাছাড়া চলাচলের উপযোগী রাস্তার অভাব রয়েছে। এসব কারণে জনসাধারণ পণ্যবাহী ট্রেনে যাতায়াত করেন। বিশেষ করে দূরগামী যাত্রীদের ভরসা এ ধরনের ট্রেন।