Print Date & Time : 2 September 2025 Tuesday 4:36 am

কঙ্গোর পার্লামেন্টে ঢুকে পড়েছে শিক্ষার্থীরা

শেয়ার বিজ ডেস্ক: শিক্ষকদের বেতন-ভাতা ও নিজেদের শিক্ষাজীবন অব্যাহত রাখার দাবিতে পার্লামেন্টের ভেতরে ঢুকে বিক্ষোভ করেছে আাফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) স্কুলশিক্ষার্থীরা। শিক্ষার্থীরা এ সময় শিক্ষকদের বেতন বৃদ্ধির পাশাপাশি তাদের বকেয়া বেতন দিয়ে দেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানায়। খবর: আল জাজিরা।

চলতি মাসের শুরু থেকেই বেতন ও অবসরের বয়সসীমাসহ বিভিন্ন ইস্যুতে আন্দোলন শুরু করেন ডিআরসির শিক্ষকরা। এতে দুই সপ্তাহ ধরে ক্লাস থেকে বঞ্চিত দেশটির স্কুলশিক্ষার্থীরা।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় স্কুলের ইউনিফর্ম পরে ডিআরসির রাজধানী কিনসাসায় অবস্থিত পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে স্কুলের বাচ্চারা। এ সময় তারা ‘আমরা পড়তে চাই’ এ সেøাগান তোলে। এ সময় দেশের পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট জা মার্ক কাবু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করার চেষ্টা করেন।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দেশটির প্রাথমিক শিক্ষা-বিষয়ক মন্ত্রী টনি মোওয়াবা বলেন, শিক্ষকদের ইউনিয়নের সঙ্গে তারা আলোচনা শুরু করেছেন।

গত ৪ অক্টোবর থেকে ধর্মঘটে যান ডিআরসির প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। নিজেদের বেতনকে অত্যন্ত স্বল্প বলে উল্লেখ করে বেতন বাড়ানোর দাবি জানান তারা। তবে তাদের দাবিতে কর্ণপাত না করে উল্টো আন্দোলনকারীদের চাকরিচ্যুত করার হুমকি দেয় সরকার। তার পরও আন্দোলন অব্যাহত রাখেন ধর্মঘটকারী শিক্ষকরা।