Print Date & Time : 3 September 2025 Wednesday 12:05 am

কচুয়ায় ফাঁসিতে ঝুলে নববধূর আত্মহত্যা

প্রতিনিধি,চাঁদপুর: চাঁদপুরের কচুয়ায় গলায় ফাঁস দেয়া অবস্থায় শাহীনুর আক্তার (২০) নামের এক নববধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার উত্তর নোয়াগাঁও গ্রামে স্বামীর বাড়ী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শাহীনুর কুমিল্লার চান্দিনা উপজেলার বল্লারচর গ্রামের হাজী মো: ইব্রাহিম খলিলের মেয়ে। প্রায় এক মাস আগে কচুয়া উপজেলার নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো: রহমত আলীর সাথে তার বিয়ে হয়। রহমত আলী পাশ্ববর্তী বাইছারা বাজারের ফল ব্যবসায়ী।

শাহীনুরের শ্বাশুড়ি জয়ীগঞ্জ বেগম জানান, ‘দুপুরের দিকে কিস্তি দিয়ে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পাই। পরে জানালা দিয়ে দেখি শাহীনুর ফ্যানের সাথে ঝুলে আছে। পরে পুলিশকে খবর দেই।’

কচুয়া থানার ওসি মহিউদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যাই মনে হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।