কটলার সিইও অব দ্য ইয়ার পুরস্কার পেলেন ইফতেখার

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার ‘কটলার সিইও অব দ্য ইয়ার ২০২৩’ সম্মাননা লাভ করেছেন। মার্কেটিংয়ের জনক হিসেবে পরিচিত খ্যাতিমান ব্যক্তিত্ব ড. ফিলিপ কটলারের সম্মানে প্রদত্ত এ পুরস্কারের মাধ্যমে ব্যতিক্রমধর্মী মার্কেটিং ক্যাম্পেইন, উদ্যোগ, পেশাদার যা বা যারা বাংলাদেশের মার্কেটিং ও ব্যবসা খাতে তাৎপর্যপূর্ণ অবদান রেখেছে তাদের সম্মাননা জানানো হয়। গতকাল রাজধানীর শেরাটন হোটেলে মডার্ন মার্কেটিং সামিটে বাংলাদেশে এ সম্মানজনক পুরস্কারের প্রবর্তন করার পর প্রথমবারের মতো মনোনীতদের স্বীকৃতি জানানো হয়। অনুষ্ঠানটির আয়োজন করে নর্দার্ন এডুকেশন গ্রুপ এবং পাওয়ার্ড বাই শীর্ষস্থানীয় মার্কেটিং কনসালট্যান্সি প্রতিষ্ঠান কটলার ইমপ্যাক্ট ইনকরপোরেশন। বিজ্ঞপ্তি