ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার ‘কটলার সিইও অব দ্য ইয়ার ২০২৩’ সম্মাননা লাভ করেছেন। মার্কেটিংয়ের জনক হিসেবে পরিচিত খ্যাতিমান ব্যক্তিত্ব ড. ফিলিপ কটলারের সম্মানে প্রদত্ত এ পুরস্কারের মাধ্যমে ব্যতিক্রমধর্মী মার্কেটিং ক্যাম্পেইন, উদ্যোগ, পেশাদার যা বা যারা বাংলাদেশের মার্কেটিং ও ব্যবসা খাতে তাৎপর্যপূর্ণ অবদান রেখেছে তাদের সম্মাননা জানানো হয়। গতকাল রাজধানীর শেরাটন হোটেলে মডার্ন মার্কেটিং সামিটে বাংলাদেশে এ সম্মানজনক পুরস্কারের প্রবর্তন করার পর প্রথমবারের মতো মনোনীতদের স্বীকৃতি জানানো হয়। অনুষ্ঠানটির আয়োজন করে নর্দার্ন এডুকেশন গ্রুপ এবং পাওয়ার্ড বাই শীর্ষস্থানীয় মার্কেটিং কনসালট্যান্সি প্রতিষ্ঠান কটলার ইমপ্যাক্ট ইনকরপোরেশন। বিজ্ঞপ্তি
