Print Date & Time : 5 August 2025 Tuesday 8:05 am

কভিডের জেরে বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন বন্ধ

নিজস্ব প্রতিবেদক:দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালকসহ ৬৮ জন কর্মকর্তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পরিস্থিতিতে গত ২৭ জানুয়ারি থেকে খনির কয়লা উত্তোলন সাময়িক বন্ধ ঘোষণা করে সেখানে কর্মরত প্রায় ৫০০ বাংলাদেশি শ্রমিককে অনির্দিষ্টকালের ছুটি দেয়া হয়েছে বলে খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান জানান।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘আমিসহ খনিতে কর্মরত ৩২

জন বাংলাদেশি এবং চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের ৩৬ জন চীনা কর্মকর্তা-কর্মচারীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এ অবস্থায় খনিতে কর্মরত দেশি-বিদেশি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তাছাড়া সংক্রমণ প্রতিরোধে খনিতে কয়লা উৎপাদনের কাজ সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

কয়লা উত্তোলন বন্ধ থাকলেও বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনে কোনো সমস্যা হবে নাÑদাবি করে এ কর্মকর্তা বলেন, ‘৩ থেকে ৪ মাস বিদ্যুৎ উৎপাদনের চাহিদার কয়লা মজুদ আছে।’