শেয়ার বিজ ডেস্ক: করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ডেল্টার প্রকোপে টিকার কার্যকারিতা ২৫ শতাংশ কমেছে। আগে করোনা প্রতিরোধে যে টিকার কার্যকারিতা ছিল ৯১ শতাংশ, প্রাধান্য বিস্তারকারী ধরন হিসেবে ডেল্টার উত্থানের পর তার কার্যকারিতা নেমে এসেছে ৬৬ শতাংশে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা-বিষয়ক প্রধান সরকারি সংস্থা সিডিসির (সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল) এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। খবর: বিবিসি।
২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রের ছয় অঙ্গরাজ্যে টিকার ডোজ সম্পন্ন করা চার হাজার স্বাস্থ্যকর্মী ও অন্যান্য সম্মুখ সারির করোনাযোদ্ধার শারীরিক অবস্থা-সংক্রান্ত তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন সিডিসির কর্মকর্তারা। যাদের তথ্য সংগ্রহ করা হয়েছে, তাদের দুই-তৃতীয়াংশই ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা নিয়েছেন। বাকিরা নিয়েছেন জনসন অ্যান্ড জনসন ও মডার্নার করোনা টিকা।
ছয় মাসেই কমছে ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার কার্যকারিতা: এদিকে ডোজ আকারে গ্রহণের ছয় মাসের মধ্যেই কার্যকারিতা কমতে থাকে ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার টিকার। যুক্তরাজ্যে সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য জানা গেছে। জেডওই কভিড স্টাডি নামে একটি গবেষণা সংস্থা সম্প্রতি এক লাখ ২০ হাজার স্বেচ্ছাসেবকের তথ্য নিয়েছে। তাদের সবাই ফাইজার-বায়োএনটেক, অথবা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজই নিয়েছিলেন।
স্বেচ্ছাসেবকদের তথ্য পর্যালোচনা করে গবেষক দলের সদস্যরা দেখতে পান, ফাইজার-বায়োএনটেকের দুই ডোজ সম্পন্ন করার প্রথম মাসে মানবদেহে এর কার্যকারিতা থাকে ৮৮ শতাংশ, কিন্তু পাঁচ কিংবা ছয় মাস পর কার্যকারিতা নেমে আসে ৭৪ শতাংশে। অন্যদিকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ সম্পন্ন করা ব্যক্তিদের দেহে প্রথম মাসে এই টিকার কার্যকারিতা থাকে ৭৭ শতাংশ এবং পাঁচ বা ছয় মাসের মধ্যে টিকার কার্যকারিতা নামে ৬৭ শতাংশে।