Print Date & Time : 14 September 2025 Sunday 8:48 pm

কভিডে আক্রান্ত কানাডার পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার বিজ ডেস্ক: কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি কভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় গত সোমবার করোনা পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজিটিভ আসে। এক টুইটে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন। খবর: রয়টার্স।

৪২ বছর বয়সী জোলি গত অক্টোবরে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। তিনি টুইটে উল্লেখ করেন, করোনা পজিটিভ এসেছে। স্বাস্থ্যবিষয়ক গাইডলাইন অনুযায়ী, আমি আইসোলেশনে রয়েছি এবং ভার্চুয়ালি কাজ করব। করোনার পিসিআর টেস্টের জন্য অপেক্ষা করছি।

তিনি আরও উল্লেখ করেন, আমি টিকার ওপর কৃতজ্ঞ, যা আমাদের সুরক্ষিত রেখেছে। আমাদের সবার টিকা নেয়া উচিত। এর মাধ্যমেই আমরা এই ছুটিতে পরিবারের সবাইকে সুরক্ষা দেয়ার পাশাপাশি বছরজুড়ে নিরাপদে রাখতে পারি।

সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্র–ডো দেশটিতে ওমিক্রন সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। স্বাস্থ্য-সংশ্লিষ্ট সবাইকে সতর্ক হওয়ার নির্দেশনাও দেন তিনি। সেদিন জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয় বৃহত্তম রাজ্য কুইবেক কর্তৃপক্ষ বার ও ক্যাসিনোসহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেয়। একই সঙ্গে সাধারণ মানুষকে হোম অফিস করার পরামর্শ দেয়া হয়েছে।

কুইবেকের স্বাস্থ্যমন্ত্রী ক্রিশ্চিয়ান দুবে বিষয়টিকে হালকাভাবে না নেয়ার পরামর্শ দেন। তিনি এ বিধিনিষেধ মেনে চলার আহ্বান করেন। বড়দিনের উৎসবে তিনি সামাজিক দূরত্ব বজায় রাখার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, আমরা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করছি। এ রাজ্যে এরই মধ্যে চার হাজার ৫৭১ জন কভিডে আক্রান্ত হয়েছেন। তার এ ঘোষণা দেয়ার আগেই কানাডায় ১০ হাজারের বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, করোনার নতুন ধরন ওমিক্রন এজন্য দায়ী।

বড়দিনের ছুটি সামনে রেখে কানাডার চিফ পাবলিক হেলথ অফিসার ড. থেরেসা ট্যাম বলেন, এটা স্পষ্ট যে, দেশের বিভিন্ন স্থানে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন। তাই নিরাপদে থাকার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এরই মধ্যে অন্টারিও প্রদেশে ১৮ বছরের ওপরে সব নাগরিকের জন্য টিকার বুস্টার ডোজ নেয়া বাধ্যতামূলক করা হয়েছে।

আফ্রিকা মহাদেশের বতসোয়ানায় প্রথম শনাক্ত হয় ওমিক্রন। তবে গত নভেম্বর দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়ার পর এ ধরন সম্পর্কে জানতে পারে বিশ্ব। এরই মধ্যে বিশ্বের অন্তত ৮৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এটি।