শেয়ার বিজ ডেস্ক: ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেট ও স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ কভিডে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় গত বুধবার দুই দেশের রাজপ্রাসাদ থেকে বিবৃতি দিয়ে বলা হয়, রানি দ্বিতীয় মার্গারেট ও রাজা ষষ্ঠ ফিলিপের করোনা পরীক্ষার পর ফল পজিটিভ এসেছে। খবর: এএফপি।
ডেনমার্কের রাজপ্রাসাদ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ৮১ বছর বয়সী রানি দ্বিতীয় মার্গারেট গত মঙ্গলবার সন্ধ্যায় কভিড পরীক্ষার ফল পেয়েছেন। রানির শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে। গত বছর রানি টিকার তৃতীয় অর্থাৎ বুস্টার ডোজ নেন। সম্প্রতি রাজসিংহাসনে আরোহণের সুবর্ণজয়ন্তী উদযাপন করেন তিনি।
তার নরওয়ে সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু দেশের বিদ্যমান কভিডজনিতি বিধিনিষেধ মেনে এখন তাকে রাজধানী কোপেনহেগেনে রাজপ্রাসাদে আইসোলেশনে থাকতে হবে।
স্পেনের রাজপ্রাসাদ এক বিবৃতিতে বলেছে, মৃদু উপসর্গ দেখা দেয়ার পর কভিড পরীক্ষায় গত বুধবার সকালে রাজা ষষ্ঠ ফিলিপ করোনা পজিটিভ হন। ৫৪ বছর বয়সী রাজার শারীরিক অবস্থা ভালো। কোয়ারেন্টাইনে থেকেই তিনি প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করবেন।
রাজা ফিলিপ ২০২১ সালে মে মাসে টিকার প্রথম টিকা ডোজ নেন। তিনি দ্বিতীয় ডোজ নিয়েছেন কি না, তা জানা যায়নি।
এর আগে গত জানুয়ারির শুরুর দিকে সুইডেনের ৭৫ বছর বয়সী রাজা ষোড়শ কার্ল গুস্তাফ ও ৭৮ বছর বয়সী রানি সিলভিয়ার কভিড পজিটিভ হন।