Print Date & Time : 8 July 2025 Tuesday 4:45 pm

কভিডে আক্রান্ত বারাক ওবামা

শেয়ার বিজ ডেস্ক: কভিড-১৯-এ আক্রান্ত হলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এর আগে কভিড প্রতিরোধে টিকা নিয়েছিলেন তিনি। খবর: সিএনএন।

গলা খুসখুস ও হালকা ঠান্ডার কারণে করোনা পরীক্ষা করান ৬০ বছর বয়সী ওবামা। পরীক্ষার পর দেখা যায়, তিনি করোনায় সংক্রমিত হয়েছেন। এরপর সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামারও করোনা পরীক্ষা করানো হয়। যদিও তার রিপোর্ট নেগেটিভ এসেছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার ওবামা নিজেই করোনা পজিটিভ হওয়ার কথা নিশ্চিত করেন। এক টুইটে উল্লেখ করেন, আমার গলা খুসখুস করছে গত দুই দিন ধরে। তাছাড়া আমার শরীর ঠিক আছে। নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ ধরা পড়ে। তবে আমি এখনও ভালো বোধ করছি।

দেশটির নাগরিকদের টিকা নেয়ার জন্য উদ্বুদ্ধ করছেন বারাক ওবামা। এ প্রসঙ্গে তিনি বলেন, মিশেল ও আমি টিকা নিয়েছি। বুস্টার ডোজও নিয়েছি আমরা দুই জনেই। আপনারা যদি ইতোমধ্যে করোনার টিকা না নিয়ে থাকেন তবে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, এই টিকা নেয়া কতটা গুরুত্বপূর্ণ। তাই আমি আপনাদের এই টিকা নিতে উৎসাহিত করছি। এমনকি দেশে করোনা সংক্রমণ কমে গেলেও আপনারা টিকা নিন।

সাবেক এই ডেমোক্রেট প্রেসিডেন্ট শীত মৌসুমের বেশিরভাগ সময় হাওয়াই অঙ্গরাজ্যে ছিলেন। সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে ফেরেন।

দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে করোনায় আক্রান্ত হলেন ওবামা। এর আগে ২০২০ সালের অক্টোবরে ডোনাল্ড ট্রাম্প আক্রান্ত হয়েছিলেন। তবে তখন করোনার টিকা দেয়া শুরু হয়নি দেশটিতে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের মাত্র ২ শতাংশ (৭০ লাখ) মানুষ কভিড-১৯-এর উচ্চঝুঁকিতে রয়েছেন। বর্তমান প্রেসিডেন্ট ও বারাক ওবামার রানিংমেট জো বাইডেন চলতি মাসের শুরুত তার প্রথম স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে বলেন,

কভিড-১৯ প্রতিরোধে সচেষ্ট রয়েছে যুক্তরাষ্ট্র। এজন্য সতর্কতার সঙ্গে পরবর্তী পদক্ষেপ নিয়েছে দেশটি। এ সময় তিনি মহামারি প্রতিরোধে নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন।