Print Date & Time : 5 September 2025 Friday 7:45 am

কভিডে একজনের মৃত্যু শনাক্ত ১৯৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় কভিডে একজনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ৩০৯ জনে।

এ সময়ের মধ্যে ১৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৮ হাজার ৬৮ জনে। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৮৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৯ হাজার ৫৪০ জন। ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৫১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৮৮৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ০৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ।

নতুন শনাক্ত ১৯৮ জনের মধ্যে ১১৭ জনই ঢাকা জেলার

বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৪৫ জেলায় গত এক দিনে কোনো নতুন রোগী শনাক্ত হয়নি। পুরো রংপুর বিভাগে কোনো রোগী পাওয়া যায়নি।

ঢাকা বিভাগের যে ব্যক্তির মৃত্যু হয়েছে কভিডে, তিনি একজন পুরুষ, বয়স ছিল ষাট বছরের বেশি।