Print Date & Time : 6 September 2025 Saturday 9:53 am

কভিডে এক দিনে চার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: দেশে এক দিনে কভিডে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে; শনাক্ত হয়েছে আরও ৩৪৬ কভিড রোগী। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চার হাজার ৮১০টি নমুনা পরীক্ষা করার পর ৩৪৬ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার কমে হয়েছে ৭ দশমিক ১৫ শতাংশ। আগের দিন এই হার ৮ দশমিক ৯২ শতাংশ ছিল।

নতুন রোগী নিয়ে দেশে মোট শনাক্ত কভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩১ হাজার ৭৯৭ হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৯৩ জনে। ২৪ ঘণ্টায় ৬৮৬ কভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৭৩ হাজার ৭২ জন।

নতুন শনাক্ত রোগীদের মধ্যে ২১১ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। দেশের সবকটি বিভাগের ৩০টি জেলায় কভিড রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। যাদের মৃত্যু হয়েছে, তাদের দুজন ঢাকার এবং বাকিরা সিলেট ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। দুজনের বয়স ছিল ৬১ বছরের বেশি। একজনের বয়স ৫১ থেকে ৬০ এবং অন্যজনের ৩১ থেকে ৪০ বছরের ভেতরে ছিল।