শেয়ার বিজ ডেস্ক: প্রাণঘাতী কভিড-১৯-এ দৈনিক মৃত্যুর নতুন রেকর্ড করেছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন সাড়ে চার হাজারের বেশি মানুষ। বিশ্বের কোনো দেশে এর আগে করোনায় এক দিনে এত মানুষের মৃত্যু হয়নি। এদিকে একই সময়ে করোনা সংক্রমণের সংখ্যাও বেড়েছে দেশটিতে। খবর: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।
আগের দিন সোমবার ভারতে কভিডে মারা গিয়েছিলেন চার হাজার ৩২৯ জন। সেটিও ছিল বিশ্বের কোনো দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। গতকাল বুধবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় কভিডে আক্রান্ত হয়ে চার হাজার ৫২৯ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে দুই লাখ ৮৩ হাজার ২৪৮ জনের। একই সময়ে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৬৭ হাজার ৩৩৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৫৪ লাখের বেশি। আগের দিন এই সংখ্যা ছিল দুই লাখ ৬৩ হাজার ৫৩৩ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, কভিডে ভারতের সবচেয়ে বিপর্যস্ত দুই রাজ্য দিল্লি ও মহারাষ্ট্রে দৈনিক আক্রান্ত রোগীর সংখ্যা কমে এলেও কর্ণাটক, ছত্তিশগড়, হরিয়ানা, পাঞ্জাব, তামিলনাড়– প্রভৃতি রাজ্যে দৈনিক সংক্রমণ পরিস্থিতির দৃশ্যমান বড় কোনো উন্নতি দেখা যাচ্ছে না।
অন্যদিকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত। এই সেভেন সিস্টার্স, অর্থাৎ আসাম, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল, সিকিম ও ত্রিপুরায় কিছুটা অবনতি হয়েছে দৈনিক সংক্রমণ পরিস্থিতির। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের গতকাল বুধবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার দেশজুড়ে করোনা টেস্ট করিয়েছেন ২০ লাখ আট হাজার ২৯৬ জন। এটিও একটি রেকর্ড। ভারতে এর আগে এক দিনে এত মানুষ করোনা টেস্ট করাননি।
এদিকে মঙ্গলবার এক টুইটে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, দেশের ২২টি রাজ্যে কভিডে আক্রান্তের হার বেড়েছে ১৫ শতাংশেরও বেশি এবং বর্তমানে ভারতে করোনায় আক্রান্তের গড় হার ১৩ দশমিক ৩১ শতাংশ।