নিজস্ব প্রতিবেদক: দেশে গত এক দিনে (শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত) ২৩০ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে আরও একজনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৬৯টি নমুনা পরীক্ষা করে এ ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৯৩ শতাংশে। নমুনা পরীক্ষা কম হওয়ায় আগের দিন শনাক্তের হার ৬ দশমিক ৫১ শতাংশে উঠেছিল। গত শনিবার দেশে ১৫৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছিল একজনের। সেই হিসেবে গত এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে।
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১২ হাজার ৭৬১ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ৩২৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৯৪ জন কভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৭ হাজার ২৭১ জন।