কভিডে এক দিনে শনাক্ত ৪৩

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত) আরও ৪৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; কভিডে নতুন করে কারও মৃত্যুর খবর আসেনি। আগের দিন শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৩৪ জন, সে হিসাবে এক দিনের ব্যবধানে রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে।

নতুন রোগীদের মধ্যে ৩৮ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। বাকি পাঁচজনের মধ্যে নরসিংদীতে দুজন এবং গাজীপুর, কক্সবাজার ও কুষ্টিয়া জেলায় একজন করে শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সোমবার সকাল পর্যন্ত এক দিনে চার হাজার ৩২৮ জনের নমুনা পরীক্ষা করে এই ৪৩ নতুন রোগী শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৯৯ শতাংশ। আগের দিন এই হার শূন্য দশমিক ৭৯ শতাংশ ছিল। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৭০০ জন। মৃত্যুর মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ১৩১ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ১৫৪ জন কভিড রোগী। তাদের নিয়ে ১৯ লাখ চার হাজার ৩২ জন সেরে উঠলেন। মহামারির মধ্যে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮১ শতাংশে। আর মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ। দেশে এক সপ্তাহের ব্যবধানে শনাক্ত কভিড রোগীর সংখ্যা কমেছে এক দশমিক ৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ৩০ মে থেকে ৫ জুন দেশে করোনাভাইরাসে আক্রান্ত ২১০ রোগী শনাক্ত হয়েছেন, আগের সপ্তাহে যা ছিল ২১৪ জন। অর্থাৎ শনাক্ত রোগীর সংখ্যা কমেছে চারজন। গত সপ্তাহে কভিডে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি করোনাভাইরাসের এক ডোজ টিকা নিয়েছিলেন। আগের সপ্তাহে কভিডে দুজনের মৃত্যু হয়েছিল।