Print Date & Time : 4 August 2025 Monday 11:28 am

কভিডে এক দিনে শনাক্ত ৪৪৫ রোগী

নিজস্ব প্রতিবেদ: দেশে এক দিনে আরও ৪৪৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে একজনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষা করে ৪৪৫ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার কমে হয়েছে ৮ দশমিক ৯২ শতাংশ। আগের দিন এই হার ৯ দশমিক ৫৭ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩১ হাজার ৪৫১ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৮৯ জনে। গত ২৪ ঘণ্টায় ৬৮৬ জন কভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৭২ হাজার ৩৮৬ জন।

নতুন শনাক্ত রোগীদের মধ্যে ২৯১ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। দেশের সব বিভাগের ২৯টি জেলায় করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। ষাটোর্ধ্ব যে নারীর মৃত্যু হয়েছে, তিনি ছিলেন রংপুর বিভাগের বাসিন্দা। একটি সরকারি হাসপাতালে ভর্তি অবস্থায় তার মৃত্যু হয়।