Print Date & Time : 3 August 2025 Sunday 8:09 pm

কভিডে এক দিনে সাড়ে তিনশ’র বেশি শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: দেশে আট দিন পর গত এক দিনে সাড়ে তিনশ’র বেশি মানুষের শরীরে কভিড সংক্রমণ ধরা পড়েছে। সেই সঙ্গে বেড়েছে দৈনিক সংক্রমণের হার। গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৫২ জন কভিড শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে একজনের। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সবশেষ ১৩ ডিসেম্বর ৩৮৫ জন শনাক্তের খবর এসেছিল, তারপর থেকে শনাক্ত রোগীর সংখ্যা তিনশ’র নিচেই ছিল।

গত মঙ্গলবার দেশে ২৯১ জন নতুন রোগী শনাক্ত হয়, মৃত্যু হয় একজনের। সেই হিসাবে নতুন রোগীর সংখ্যা বেড়েছে ৬১ জন। নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৯৮৬ জন। তাদের মধ্যে ২৮ হাজার ৫২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২৮১ জন সেরে উঠেছেন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪৬ হাজার ৩৫২ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন।

গত এক দিনে সারাদেশে মোট ১৮ হাজার ৭৭৯টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে এক কোটি ১৩ লাখ ২৫ হাজার ৭১৭টি নমুনা।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার এক দশমিক ৮৭ শতাংশ, যা আগের দিন এক দশমিক ৩৯ শতাংশ ছিল। এ পর্যন্ত নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৩ দশমিক ৯৭ শতাংশ। মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ।

গত এক দিনে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৩০০ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের ৮৫ শতাংশের বেশি। গত ২৪ ঘণ্টায় সারাদেশের ৩২টি জেলায় কেউ আক্রান্ত হননি।

ষাটোর্ধ্ব যে পুরুষ আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ঢাকা বিভাগের বাসিন্দা ছিলেন। একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দেশের বাকি সাত বিভাগে গত এক দিনে কভিডে কারও মৃত্যুর খবর আসেনি।