Print Date & Time : 12 September 2025 Friday 12:58 am

কভিডে এক দিনে ১৭ রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: দেশে গত এক দিনে আরও ১৭ জনের শরীরে কভিড-১৯-এর সংক্রমণ ধরা পড়েছে; এই সময়ে মৃত্যু হয়নি কারও। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৫টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ১৭ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার হয়েছে ১ দশমিক ৬৩ শতাংশ, যা আগের দিন ছিল ১ দশমিক ৬৪ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৮ হাজার ৪৭৮ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা রয়েছে আগের মতোই ২৯ হাজার ৪৪৬ জন। গত ২৪ ঘণ্টায় ১৯ জন কভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৫ হাজার ৯২৪ জন। গত এক দিনে শনাক্ত রোগীদের ১৫ জন ঢাকার বাসিন্দা। আর একজন করে শনাক্ত হয়েছে ময়মনসিংহ ও জয়পুরহাটে।

সর্বশেষ গত ২৮ মার্চ দেশে কভিডে একজনের মৃত্যুর খবর এসেছিল। এরপর গত ৪৭ দিন কভিডে আর কারও মৃত্যু হয়নি।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারির মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।