Print Date & Time : 13 September 2025 Saturday 11:59 am

কভিডে চারজনের মৃত্যু, শনাক্ত ২৯৭

নিজস্ব প্রতিবেদক: কভিডে আক্রান্ত হয়ে গত একদিনে সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পুরুষ তিনজন ও নারী একজন। এ নিয়ে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮ হাজার ৩৮ জনে। একই সময়ে নতুন কভিডে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২৯৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৩০২ জনে।

গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো কভিডবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে ২৮ হাজার ৩১৭ জনের নমুনা সংগ্রহ এবং ২৮ হাজার ১৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এক দশমিক শূন্য পাঁচ শতাংশ। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ১১ লাখ ৯৩ হাজার ২৫৮টি। মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ১২ শতাংশ।

২৪ ঘণ্টায় কভিড থেকে সেরে উঠেছেন ২৬৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ৯৩৩ জন। এদিকে, বিভাগওয়ারি হিসাবে গত ২৪ ঘণ্টায় মৃত চারজনের মধ্যে ঢাকা, রাজশাহী, খুলনা ও রংপুরে একজন করে মারা গেছেন।