Print Date & Time : 13 September 2025 Saturday 6:47 am

কভিডে ছয় দিন মৃত্যুহীন, শনাক্ত ৯ রোগী

নিজস্ব প্রতিবেদক: দেশে গত এক দিনে আরও ৯ জন নতুন কভিড আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত এক দিনে করোনাভাইরাসে কারও মৃত্যুর খবর আসেনি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ১৬৪টি নমুনা পরীক্ষা করে ওই ৯ রোগী শনাক্ত হয়।

তাতে দিনে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪২ শতাংশ, আগের দিন যা শূন্য দশমিক ৩৮ শতাংশ ছিল।

সর্বশেষ ১১ জানুয়ারি দেশে কভিডে ১ জনের মৃত্যুর খবর এসেছিল। তারপর গত ছয় দিন ধরে কোভিডে মৃত্যুহীন বাংলাদেশ।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৩৮৬ জন হয়েছে। কভিডে মৃতের সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪৪১ জন রয়েছে।

গত এক দিনে ১৯৭ জন কভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর; এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৯ লাখ ৮৯ হাজার ৯৬২ জন।

গত এক দিনে আক্রান্ত ৯ জন রোগীর মধ্যে ৪ জন ঢাকা মহানগরের। এছাড়া ফরিদপুর ও নওগাঁ জেলায় একজন করে এবং জয়পুরহাট জেলায় তিনজন কোভিড রোগী শনাক্ত হয়েছে গত এক দিনে।

বাংলাদেশে কভিডে প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ আগস্ট ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারির মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা। বিশ্বে কভিড আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৭ লাখ ২৫ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬৬ কোটি ৭৩ লাখ।