Print Date & Time : 11 September 2025 Thursday 6:21 pm

কভিডে টানা পাঁচ দিন মৃত্যুহীন

নিজস্ব প্রতিবেদক: দেশে গত এক দিনে আরও ৪৮ কভিড রোগী শনাক্ত হয়েছেন। টানা পঞ্চম দিনের মতো করোনভাইরাসে কারও মৃত্যুর খবরও আসেনি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দুই হাজার ৪৩৪ জনের নমুনা পরীক্ষা করে এই নতুন রোগীদের শনাক্ত করা হয়। তাতে শনাক্ত রোগীর হার সামান্য বেড়ে ১ দশমিক ৯৭ শতাংশ হয়েছে। আগের দিন এই হার ছিল ১ দশমিক ৫২ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৬ হাজার ১০৯ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪২৬ জনে রয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৬৬ কভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৩ হাজার ৪২৪ জন।

নতুন শনাক্ত রোগীদের মধ্যে ২৫ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। দেশের ৫৪টি জেলায় কোনো রোগী শনাক্ত হয়নি গত এক দিনে। আর ২১টি জেলায় কোনো নমুনাই পরীক্ষা করা হয়নি গত এক দিনে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ নতুন রোগী শনাক্ত হন।

প্রথম রোগী শনাক্ত হওয়ার ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ আগস্ট ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারির মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা। বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৬৬ লাখ আট হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত রোগী ছাড়িয়েছে ৬৩ কোটি ৪৩ লাখ।