Print Date & Time : 4 September 2025 Thursday 2:14 pm

কভিডে টানা ৯ দিন মৃত্যু নেই, শনাক্ত ১৭

নিজস্ব প্রতিবেদক: কভিড সংক্রমণের নিন্মমুখী ধারা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় কভিড আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (২৯ এপ্রিল সকাল ৮টা থেকে ৩০ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ১৭ জন। তার আগের ২৪ ঘণ্টায় ১৯ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল অধিদপ্তর। নতুন শনাক্ত হওয়া ১৭ জনকে নিয়ে দেশে করোনায় এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ৬৯১ জন।

করোনার নিন্মমুখী ধারা অব্যাহত রয়েছে। আর এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

নতুন শনাক্ত হওয়া ১৭ জনকে নিয়ে দেশে করোনাতে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ৬৯১ জন। গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা নবম দিনের মতো দেশ করোনায় মৃত্যুহীন। তবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে ২৯ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৫৮ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৯৫ হাজার ৪০৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে দুই হাজার ৯৩৭টি আর নমুনা পরীক্ষা হয়েছে দুই হাজার ৯৩৮টি।

দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৯ লাখ ৯০ হাজার ৪৬৬টি।  এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯২ লাখ ৫৩ হাজার ৪১০টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৭ লাখ ৩৭ হাজার ৫৬টি। নমুনা পরীক্ষার বিপরীতে দেশে গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৫৮ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক শূন্য সাত শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।