Print Date & Time : 14 September 2025 Sunday 4:16 pm

কভিডে দিনে শনাক্ত আট রোগী, মৃত্যুহীন টানা ৯ দিন

নিজস্ব প্রতিবেদক: দেশে গত এক দিনে আরও আট নতুন কভিড রোগী শনাক্ত হয়েছেন। এ সময় কভিডে কারও মৃত্যুর খবর আসেনি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সকাল ৮টা পর্যন্ত পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এক হাজার ৯৪৮টি নমুনা পরীক্ষা করে ওই আট রোগী শনাক্ত হন।

তাতে দিনে শনাক্ত রোগীর হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪১ শতাংশ, আগের দিন যা শূন্য দশমিক ৩২ শতাংশ ছিল।

সবশেষ ১১ জানুয়ারি দেশে কভিডে একজনের মৃত্যুর খবর এসেছিল। তারপর ৯ দিন ধরে কভিডে মৃত্যুহীন বাংলাদেশ। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৪১৬ হয়েছে। কভিডে মৃত্যুর সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪৪১ রয়েছে।

গত এক দিনে ১৭১ কভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর; এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৯ লাখ ৯০ হাজার ৫৬৭ জন। গত এক দিনে আক্রান্ত আট রোগীর মধ্যে ছয়জন ঢাকা মহানগরের। এছাড়া গাজীপুর ও টাঙ্গাইলে একজন করে শনাক্ত হয়েছেন।

বাংলাদেশে কভিডের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভেরিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ নতুন রোগী শনাক্ত হন।

প্রথম রোগী শনাক্ত হওয়ার ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ আগস্ট ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারির মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে কভিডে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৬৭ লাখ ৩০ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত রোগী ছাড়িয়েছে ৬৬ কোটি ৮৩ লাখ ৫০ হাজার।