Print Date & Time : 10 September 2025 Wednesday 7:31 am

কভিডে দুজনের মৃত্যু, শনাক্ত বেড়ে ৩৮২

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় কভিডে নতুন করে শনাক্ত ও মৃত্যু দুটোই বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে শনাক্ত হয়েছেন ৩৮২ জন। তার আগের দিন ৩৫২ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় কভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন। তার আগের দিন একজনের মৃত্যুর কথা জানানো হয়েছিল।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের কভিডবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৮২ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে শনাক্ত হলেন ১৫ লাখ ৮২ হাজার ৩৬৮ জন। গতকালের দুজনকে নিয়ে মোট মারা গেলেন ২৮ হাজার ৫৪ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার এক দশমিক ৯৫ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার ৯৭ দশমিক ৭৪ শতাংশ। মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় কভিডের নমুনা সংগৃহীত হয়েছে ১৯ হাজার ৬২৩টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৬২৪টি। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৪১টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৭৯ লাখ ৬৪ হাজার ৪২৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ লাখ ৮০ হাজার ৯১৬টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই পুরুষ। তাদের মধ্যে একজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ও আরেক জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। মৃত দুজন চট্টগ্রাম ও খুলনা বিভাগের বাসিন্দা ছিলেন। তাদের একজন সরকারি হাসপাতালে এবং আরেকজনের মৃত্যু হয়েছে বেসরকারি হাসপাতালে।