কভিডে দুজনের মৃত্যু শনাক্ত আরও ৫১২

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় কভিডে নতুন শনাক্ত আগের তুলনায় বেড়েছে। পাশাপাশি বেড়েছে শনাক্তের হার, তবে কমেছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় (গতকাল সকাল ৮টা পর্যন্ত) কভিডে নতুন করে শনাক্ত হয়েছেন ৫১২ জন। আগের দিন ছিল ৫০৯ জন। এ সময়ে রোগী শনাক্তের হার বেড়ে হয়েছে দুই দশমিক ৭৪ শতাংশ হয়েছে। আগের দিন শনাক্তের হার ছিল দুই দশমিক ২৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন দুজন। তার আগের দিন সাতজনের মৃত্যুর কথা জানানো হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন শনাক্ত হওয়া ৫১২ জনকে নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত কভিডে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৮৫ হাজার ৫৩৯ জন। মারা যাওয়া দুজনকে নিয়ে এখন পর্যন্ত মোট মারা গেলেন ২৮ হাজার ৭২ জন।

কভিডে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯০ জন। তাদের নিয়ে দেশে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ১৫ লাখ ৪৯ হাজার ১০১ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত ২৪ ঘণ্টায় কভিডের নমুনা সংগৃহীত হয়েছে ১৮ হাজার ৫২২টি আর নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৬৭৩টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১৪ লাখ ৯১ হাজার ৪৮৮টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮০ লাখ ১৯ হাজার ৭৫৮টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩৪ লাখ ৭১ হাজার ৭৩০টি।

দেশে এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন পুরুষ আর একজন নারী। তাদের নিয়ে দেশে কভিডে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৯৫৭ জন আর নারী মারা গেলেন ১০ হাজার ১১৫ জন।

বয়স বিবেচনায় তাদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে আছেন একজন আর আরেকজনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকা বিভাগের আর বাকি একজন খুলনা বিভাগের। তাদের দুজনের মৃত্যুই হয়েছে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।