নিজস্ব প্রতিবেদক: সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারার মধ্যে গত এক দিনে দেশে আরও এক হাজার ৬৮০ কভিড রোগী শনাক্ত হয়েছেন, মৃত্যু হয়েছে দুজনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৭২৮টি নমুনা পরীক্ষা করে এ নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে। আগের দিন শনিবার এক হাজার ২৮০ জনের শনাক্ত হওয়ার খবর এসেছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৬৫ হাজার ১৭৩ জন। তাদের মধ্যে ২৯ হাজার ১৪০ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৫ দশমিক ৬৬ শতাংশ। আগের দিন শনিবার শনাক্তের হার ছিল ১৫ দশমিক ০৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ১৬৯ কভিড রোগী। তাদের নিয়ে ১৯ লাখ ছয় হাজার ৬৮৮ জন সেরে উঠলেন।
করোনার নতুন ধরন ওমিক্রনের দাপট কমলে ফেব্রুয়ারির শেষ দিকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে নেমে আসে। ধারাবাহিকভাবে কমতে কমতে একপর্যায়ে ২৬ মার্চ তা একশ’র নিচে নেমে এসেছিল। গত ৫ মে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা নেমেছিল চারজনে। শনাক্তের হার এক শতাংশের নিচে ছিল বেশ কিছু দিন।
তবে গত ২২ মে’র পর থেকে শনাক্ত রোগীর সংখ্যা আবারও বাড়ছে। ১১ সপ্তাহ পর দৈনিক শনাক্ত কভিড রোগীর সংখ্যা গত ১২ জুন আবার ১০০ ছাড়িয়ে যায়। ১২ দিনের মাথায় শুক্রবার তা দেড় হাজারের ঘরও ছাড়ায়। গত এক দিনে শনাক্ত নতুন রোগীর মধ্যে এক হাজার ৫১৩ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। দেশের ৩৪ জেলায় এদিন নতুন রোগী পাওয়া গেছে। মহামারির মধ্যে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৭৫ শতাংশ। আর মৃত্যুর হার এক দশমিক ৪৮ শতাংশ।