Print Date & Time : 8 July 2025 Tuesday 4:31 pm

কভিডে দৈনিক মৃত্যু বেড়েছে

শেয়ার বিজ ডেস্ক: মহামারি কভিডে বিশ্বে বেড়েছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু। গত শুক্রবার কভিডে আক্রান্ত হয়েছেন সাত লাখ ৩৪ হাজার ৬৭৭ জন এবং মৃত্যু হয়েছে এক হাজার ৯৪৮ জনের। এদিন করোনা থেকে সুস্থ হয়েছেন সাত লাখ ৫৯ হাজার ৮১০ জন। খবর: এনডিটিভি।

কভিডে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের বরাত দিয়ে ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার দৈনিক সংক্রমণের শীর্ষে ছিল জাপান। দেশটিতে এদিন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন দুই লাখ ২৪ হাজার ৯২৬ জন এবং মারা গেছেন ২১৪ জন।

একই সময় কভিডে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এদিন মৃত্যু হয়েছে ৩৩৫ জনের এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৮৫ হাজার ১১৬ জন।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দুই কোটি ১৪ লাখ ১২ হাজার ৩৯৯ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন দুই কোটি ১৩ লাখ ৬৬ হাজার ৬৩২ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন ৪৫ হাজার ৭৬৭ জন।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে কভিডে আক্রান্ত হয়েছেন মোট ৫৯ কোটি ৪০ লাখ ৪৭ হাজার ৭৩৫ জন এবং মৃত্যু হয়েছে মোট ৬৪ লাখ ৫১ হাজার ৭৭৮ জনের।

গত আড়াই বছরে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৫৬ কোটি ৬১ লাখ ৮৩ হাজার ৫৫৮ জন।

গত শুক্রবার ব্রাজিলে কভিডে মারা গেছেন ২৯২ জন, নতুন আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৫৫২ জন। ইতালিতে মারা গেছেন ১৫২ জন, নতুন আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৬৮৯ জন। স্পেন মৃতের সংখ্যা ১১০, নতুন আক্রান্ত হয়েছেন চার হাজার ৫২৮ জন। এদিন দক্ষিণ কোরিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ২৮ হাজার ৬৭১ জন এবং মারা গেছেন ৫৮ জন।