Print Date & Time : 10 September 2025 Wednesday 11:35 am

কভিডে দৈনিক শনাক্ত নামল তিনশর নিচে

নিজস্ব প্রতিবেদক: দেশে কভিড সংক্রমণ কমার ধারায় দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দেড় মাস পর আবার তিনশর নিচে নেমে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষা করে ২৭৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে ২ জনের।

তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার নেমে এসেছে ৫ দশমিক ১৪ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৬ দশমিক ৫৩ শতাংশ। এর আগে এক দিনে এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল সর্বশেষ ১৫ জুন, সেদিন ২৩২ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৬ হাজার ৬৪৬ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। গত ২৪ ঘণ্টায় ৭৪১ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৪৫ হাজার ৮২৯ জন।

গত এক দিনে মারা যাওয়া দুজনই ছিলেন সিলেট বিভাগের বাসিন্দা। তাদের একজন নারী, অন্যজন পুরুষ; বয়স ছিল ৫০ থেকে ৭০ বছরের মধ্যে।