শেয়ার বিজ ডেস্ক: প্রাণঘাতী কভিড-১৯-এ গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ ও মৃত্যু আগের তুলনায় কমেছে। নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লাখ ১১ হাজার ৬১৩ জন। আর প্রাণ হারিয়েছেন এক হাজার ৫০৪ জন। আগের দিন নতুন করে সংক্রমিত হয়েছিলেন ২ লাখ ৬৭ হাজার ৩৩৬ জন। আর করোনার ছোবলে মৃত্যুমিছিলে শামিল হয়েছিলেন এক হাজার ৫৪৬ জন। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের নিরিখে বিশ্বে শীর্ষে রয়েছে জাপান। আর দৈনিক মৃত্যুর নিরিখে ব্রাজিল।
গতকাল শুক্রবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’ জানিয়েছে, গত ২৪ ঘন্টায় বিশ্বে আরও ২ লাখ ১১ হাজার ৬১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মহামারি শুরুর পরে এখন পর্যন্ত আক্রান্ত হলেন ৬৭ কোটি ২৫ লাখ ৬৫৪ জন। আর এক হাজার ৫০৪ জন নতুন মৃত্যু নিয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে ৬৭ লাখ ৩৯ হাজার ১৭১ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন জাপানে। সূর্যোদয়ের দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৬ হাজার ৩২ জন। আর প্রাণ হারিয়েছেন ৪৫১ জন।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত
২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮০ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৯২২ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৬৭ লাখ ১৩ হাজার ৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৯৬ হাজার ১৪৮ জনের।
যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪২৮ জন এবং মারা গেছেন ১৬০ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৩৮ লাখ ৩ হাজার ৪৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ২৮ হাজার ২১৭ জন মারা গেছেন। একই সময় দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৮১৬ জন এবং মারা গেছেন ৪৭ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।